Monday, July 18, 2022

বুড়িগঙ্গা নদীর ইতিহাস । History of Buriganga River | Buriganga River



সদরঘাটঃ সদর ঘাট বলতে বুঝায় শহরের ঘাট বা ইংরেজিতে City Wharf. আহসান মনজিল থেকে কিছুটা বামে সদরঘাট অবস্থিত । মূলত সদরঘাট তৈরি করা হয়েছিল দেশের বিভিন্ন স্থান থেকে আসা নৌকা, লঞ্চ এবং জাহাজ অবতরন করার জন্য । সদরঘাট শহরের খুবি ব্যস্ততম টার্মিনাল । বাংলাদেশের রাজধানী ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। প্রায় ৪০০ বছর আগে এই নদীর তীরেই গড়ে উঠেছিল ঢাকা শহর। ঢাকা শহরের পূর্ব নাম ছিল জাহাঙ্গীর নগর । ১৬১০ সালে ঢাকার নামকরণ করা হয় জাহাঙ্গীর নগর। রাজা বল্লাল সেন নির্মিত ঢাকেশ্বরী মন্দির নামের ঢাকা+ঈশ্বরী থেকে "ঢাকা" শব্দের উৎপত্তি । ঢাকার রাজধানী কয়েকবার স্থানান্তরীত করা হয়েছিল । তবে ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী ঢাকাকে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। বুড়িগঙ্গা নদী বাংলাদেশের ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য প্রায় ২৯ কিলোমিটার, গড় প্রস্থ প্রায় ৩০২ মিটার, নদীটি দেখতে সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এই নদীর পরিচিতি হলো উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের নদী নং ৪৭। ইতিহাস ব্রহ্মপুত্র আর শীতলক্ষ্যার পানি এক স্রোতে মিশে বুড়িগঙ্গা নদীর সৃষ্টি হয়েছিল। তবে বর্তমানে এটা ধলেশ্বরীর শাখাবিশেষ। কথিত আছে, গঙ্গা নদীর একটি ধারা প্রাচীনকালে ধলেশ্বরী হয়ে সোজা দক্ষিণে বঙ্গোপসাগরে মিশেছিল। পরে গঙ্গার সেই ধারাটির গতিপথ পরিবর্তন হলে গঙ্গার সাথে তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে প্রাচীন গঙ্গা এই পথে প্রবাহিত হতো বলেই এমন নামকরণ। মূলত ধলেশ্বরী থেকে বুড়িগঙ্গার উৎপত্তি। কলাতিয়া এর উৎপত্তিস্থল। বর্তমানে উৎসমুখটি ভরাট হওয়ায় পুরানো কোন চিহ্ন খোঁজে পাওয়া যায় না। বুড়িগঙ্গার সৌন্দর্য বাড়ানোর কাজ করেছিলেন বাংলার সুবাদার মুকাররম খাঁ। সুবাদার মুকাররম খাঁ পদবী ছিল সুবাদার । সুবেদার বা সুবাদার বলতে মোগল আমলের যেকোন প্রদেশের প্রশাসক বা গভর্নরকে বুঝানো হতো। সুবাহদারকে নাজিম, সাহিব-ই-সুবাহ,ফৌজদার-ই-সুবাহ ইত্যাদি নামেও অভিহিত করা হয়।সুবাহ মানে প্রদেশ তার শাসনামলে শহরের যেসকল অংশ নদীর তীরে অবস্থিত ছিল, সেখানে প্রতি রাতে আলোক সজ্জা করা হতো। এছাড়া নদীর বুকে অংসখ্য নৌকাতে জ্বলতো ফানুস বাতি। তখন বুড়িগঙ্গার তীরে অপরুপ সৌন্দর্য্যের সৃষ্টি হতো। ১৮০০ সালে টেইলর বুড়িগঙ্গা নদী দেখে মুগ্ধ হয়ে লিখেছিলেন- বর্ষাকালে যখন বুড়িগঙ্গা পানিতে ভরপুর থাকে তখন দুর থেকে ঢাকাকে দেখায় ভেনিসের মতো। ভেনিস ইতালির একটি প্রাচীন শহর । এই শহরের সাথে সদরঘাটের অনেকটা মিল রয়েছে । তবে বুড়িগঙ্গার আগের ঐতিহ্য এখন আর নেই। কালের বিবর্তনে দখল হয়ে যাচ্ছে বুড়িগঙ্গার নদীতীর। অন্যান্য তথ্য ১৯৮৪ সালে এর পানিপ্রবাহের পরিমাণ ছিল সর্বোচ্চ ২ হাজার ৯০২ কিউসেক। কিউসেক(Cusec) পানির প্রবাহ পরিমাপের একক। নদী বা খালের নির্দিষ্ট কোন স্থান দিয়ে যে পরিমাণ পানি প্রবাহিত হয়, তা পরিমাপ করার জন্য পরিমাপের একক হিসেবে কিউসেক ব্যবহার করা হয়। কিউসেক পরিমাপ পদ্ধতিতে প্রতি সেকেন্ডে কত ঘনফুট পানি প্রবাহিত হয় তাকে বুঝায়। যেমন ১ কিউসেক মানে হলো ১ ঘনফুট পানি ১ সেকেন্ডে প্রবাহিত হয়েছে। এক ঘনফুট প্রায় 28.3169 লিটারের সমতুল্য। তবে বর্তমানে বুড়িগঙ্গার পানিপ্রবাহের পরিমাণ প্রায় অর্ধেকে নেমে এসেছে।

No comments:

Post a Comment

Thank you for your valuable time